Daily

ন্যাশনাল ফ্যাশন টেকনোলজিতে সহকারী অধ্যাপক পদে মেগা রিক্রুটমেন্ট। সম্প্রতি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। একেবারে ১৭০ টি পদে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চলেছে তারা।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://nift.ac.in/ এই লিংক থেকে আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনেই। ইচ্ছুক প্রার্থীদের ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
নিয়োগ হবে চুক্তিভিত্তিক। প্রাথমিক ভাবে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করা হবে প্রার্থীদের। এরপর কাজের অগ্রগতি দক্ষতা ও অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে কাজের সময়সীমা বাড়ানো যেতে পারে। কেন্দ্রীয় সরকারের বেতনক্রম অনুযায়ী প্রার্থীরা মাসিক ৫৬,১০০ টাকা পাবেন।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইন্সটিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ প্রার্থীরা আবেদনের যোগ্য। টিচিং বা গবেষণায় বা সেই সংক্রান্ত প্রাসঙ্গিক শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এমন প্রার্থীরাও আবেদনের যোগ্য।
ব্যুরো রিপোর্ট