Story
হলুদ ধাতু শুধু গয়না নয়, মানুষের ভাবী সম্বল। তাই সবসময় শুদ্ধ সোনাই ক্রয় করা উচিত, যে সোনাতে রয়েছে সরকারি হলমার্ক।
ক্রেতাদের সুরক্ষার্থে একসঙ্গে স্বর্ণব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবার কেন্দ্রীয় সরকার চালু করেছে নতুন নিয়ম। যা আপনার কিনে আনা সোনাকে সুরক্ষিত করবে। জানালেন অ্যাসিসটেন্ট হলমার্কিং অফিসার মৈনাক গাঁতাইত।
কেন্দ্রীয় সরকার দেশের ২৫৬টি জেলাতে সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে। যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর। কিন্তু এই নতুন হলমার্কিং বিষয়টা নিয়ে স্বর্ণব্যবসায়ী থেকে টেস্টিং সেন্টারের প্রতিনিধিরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই সমস্যার সমাধানের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে মেচেদা স্টার ভিলেজ গেস্ট হাউজে। আয়োজনে ছিল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ইস্টার্ন রিজিওন, কোলকাতা।
এই সভায় যেমন উপস্থিত ছিলেন দপ্তরের একাধিক আধিকারিক তেমনই সমস্ত ধরণের হলমার্কিং জুয়েলারি দোকানের মালিকরা। গ্রাহকরা যাতে নিশ্চিন্তে সোনার গয়না কিনতে পারেন সেই বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়েছে।
প্রসূণ ব্যানার্জী, পশ্চিম মেদিনীপুর