Market
শুরু হয়েগিয়েছে উৎসবের মরশুম। প্রবণতা বেড়েছে জামাকাপড় সহ বিভিন্ন কেনাকাটার। এককালে সপরিবারে পুজোর আগে কেনাকাটা করতে গেলেও এখন সেইসব সত্যিই অতীত। কেনাকাটার চিরাচরিত পদ্ধতিকে পিছনে ফেলে মানুষের আগ্রহ বেড়েছে অনলাইন শপিংয়ে। আর এই পুজোর মরশুমকে হাতিয়ার করে কার্যত সব সংস্থাই এগিয়ে যেতে চায় তাদের দৌড়ে। তাই বিভিন্ন আকর্ষণীয় সেলের মাধ্যমে তারা এগিয়ে চলেছেন তাদের ব্যবসায়।
আর এইসবের মধ্যেই রেকর্ড তৈরি করল ‘মিশো’ । সম্প্রতি মিশো সংস্থার দিয়ে প্রদান করা পাঁচ দিনের একটি সেলে দেখা যায়, তাদের বিক্রি ৮০ শতাংশ বেড়ে, সেলের প্রথম দিনেই ৮৭.৬ লক্ষ অর্ডার পেয়েছে। সেলটির নাম হল ‘মিশো মেগা ব্লকবাস্টার সেল’। কোম্পানি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছর এই সময় যা বিক্রি হয়েছিল, সেই তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ৮০ শতাংশ।
পিছিয়ে নেই গ্রাম বা প্রত্যন্ত এলাকা গুলিও। জামনগর, আলাপ্পুঝা, ছিন্দওয়াড়া, হাসান, গোপালগঞ্জ, গুয়াহাটি, সিওয়ান, অম্বিকাপুর, থানজাভুরের মতো জায়গাগুলি থেকেও অর্ডার এসেছে । তবে সংস্থার তরফে জানানো হয়েছে, সমগ্র অর্ডারের কেবল ১৫ শতাংশই এসছে গ্রাম ও বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ