Daily

স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল বানাল মেডিকা। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে হাসপাতালে বদল করে স্বস্তির হাওয়া এনে দিল রাজ্যবাসীর উদ্দ্যেশ্যে।
প্রতিদিনই বাড়ছে ভাইরাসের দাপট। মহারাষ্ট্র বা দিল্লির মত এত খারাপ পরিণতি না হলেও বাংলার অবস্থা যে খুব একটা সুবিধেজনক জায়গায় নেই তা জানিয়ে দিচ্ছে সংক্রমণের গ্রাফ। প্রতিদিনই তার অভিমুখ থাকছে উপরের দিকে। ইতিমধ্যেই রাজ্যে হাসপাতালের শয্যার হাহাকার পড়ে গেছে। বেড়েছে অক্সিজেনের কালোবাজারি। চোখে সর্ষেফুল দেখছেন বঙ্গবাসী। এর মধ্যেই স্বস্তির খবর এল। কিশোর ভারতী স্টেডিয়ামকে একটা আস্ত কোভিড হাসপাতাল বানাল মেডিকা।
আজ এই হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।
ব্যুরো রিপোর্ট