Prime
Daily
মেডিকার উদ্যোগে কলকাতা পুলিশ হাসপাতাল হল কোভিড হাসপাতাল
By Business Prime News | May 24, 2021
নির্বাচনী যুদ্ধে হ্যাটট্রিকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম চ্যালেঞ্জ ছিল কোভিড জয়। করোনা মুক্ত বাংলার জন্য ঝাঁপিয়েও পড়েছেন তিনি। এদিকে রাজ্যে যখন হাসপাতাল এবং শয্যার অভাবে দুশ্চিন্তা গ্রাস করছে ঠিক তখনই শয্যার অভাব দূর করতে উদ্যোগী হল মেডিকা।
কলকাতা পুলিশ হাসপাতালকে মেডিকার উদ্যোগে বানানো হল কোভিড হাসপাতাল। আজ থেকে যা সম্পূর্ণভাবে কোভিড হাসপাতাল হিসেবে কাজ করবে। করোনা আক্রান্ত রোগীদের জন্য তো বটেই গোটা শহরবাসীর জন্য এই হাসপাতাল অনেকটাই স্বস্তি দেবে।
মানস চৌধুরী, কলকাতা