Daily

বিশ্ব টেলিকমের বাজারে ৫জির রমরমা। তাই, বিশেষজ্ঞদের ধারণা ২০২১-এ ৫জি চিপসেটের চাহিদা থাকবে তুঙ্গে। আর এই চিপসেট নির্মাণের নিরিখে এগিয়ে থাকবে মিডিয়াটেক। সম্প্রতি এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে চিপসেটের বাজারে ৩৭% শেয়ার নিয়ে প্রথমে থাকছে মিডিয়াটেক এবং ৩০% শেয়ার নিয়ে দ্বিতীয়তে স্ন্যাপড্রাগন।
রিসার্চ অ্যানালিস্টদের মতে, ক্রমশই ৪জির চাহিদা কমে উত্তরোত্তর বাড়ছে ৫জির চাহিদা। আর ৫জি স্মার্টফোনের চিপ তৈরির বাজারে আধিপত্য ধরে রেখেছে মিডিয়াটেক এবং কোয়ালকম। কোয়ালকম খুব দ্রুতই ৫জি স্ন্যাপড্রাগন চিপসেট তৈরি করবে। কিন্তু মিডিয়াটেককে টেক্কা দিতে পারবে কি? বাজার বিশেষজ্ঞরা বলছেন, পিএমআইসিএস এবং আরএফআইসিএস তৈরিতে কোয়ালকম আবারও ফিরে পাবে নিজের অবস্থান। শীর্ষে পৌঁছতে তাই প্রতিদ্বন্দীতায় মিডিয়াটেক এবং কোয়ালকম।
ব্যুরো রিপোর্ট