Prime
Daily
একেরপর পর এক নয়া ফিচারে সাজছে হোয়াটস অ্যাপ
By sanchitabpn21 | August 9, 2021
Daily
একেরপর পর এক নয়া ফিচারে সাজছে হোয়াটস অ্যাপ। এবার একবার মাত্র ফটো বা ভিডিও সিন করলেই তা ডিলিট ফর অল করে দেবে হোয়াটস অ্যাপ।
হোয়াটস অ্যাপের বিটা ভার্শনে এতদিন এই ফিচারটির ট্রায়াল হলেও, এখন সব গ্রাহকের জন্যই এই আপডেট থাকছে। গত জুন মাসেই এই বিষয়ে খোলসা করেন হোয়াটস অ্যাপের মালিক মার্ক জুকারবার্গ। অর্থাৎ যাকে উদ্দেশ্য করে ফটো বা ভিডিও পাঠানো হচ্ছে সে একবার সিন করলেই তা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি।
তবে, যিনি মিডিয়াটি রিসিভ করবেন, তিনি সাথে সাথে স্ক্রিন শট নিয়ে নিতে পারেন। ফেসবুকের মতো স্ক্রিনশট ডিটেকশন এখনো শুরু হয়নি হোয়াটস অ্যাপে।
ব্যুরো রিপোর্ট