Prime
Daily
৩-৭ জুলাই, চাষী ভাইদের জন্য বিসিকেবি‘র আবহাওয়ার পূর্বাভাস
By Business Prime News | July 3, 2021
Daily
আগামী কিছুদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।
আগামী ৩রা থেকে ৭ ই জুলাই পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী ৩রা ও ৪ঠা জুলাই ভারী বৃষ্টি হতে পারে জেলাগুলিতে। এরপর কমবে বৃষ্টির জোড়। ৫ই -৭ই জুলাই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসাথে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে অল্প থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর।
বাতাসের গতিবেগ সাধারণ থাকলেও, আপেক্ষিক আর্দ্রতা থাকবে বেশি।
ব্যুরো রিপোর্ট