Daily

রাশিয়াকে পুরোপুরি বিদায় জানাচ্ছে McDonald’s। ইউক্রেনে মানবিক সংকটের কারণেই ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম প্রথম সারির এই ফাস্ট ফুড সংস্থা। আর যে কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে গোটা রাশিয়া জুড়ে এই সংস্থার হয়ে কর্মরত প্রায় ৬২ হাজার মানুষের ভবিষ্যৎ ঘিরে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাশিয়ায় McDonald’s এর রেস্তোরাঁ রয়েছে ৮৫০টি। সংস্থার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই তাদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।
তবে যুদ্ধ শুরুর আগে থেকেই রাশিয়ায় ব্যবসার সম্প্রসারণে কিছুটা দাঁড়ি টেনেছিল এই সংস্থা। তারপরেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ কাজ করল ঘৃতাহুতির মতন। আর যে কারণে রাশিয়া থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নিল McDonald’s । এইভাবে আরও একটি সংস্থার ব্যবসা গোটানোর সিদ্ধান্ত কি রাশিয়াকে কিছুটা বিপাকে ফেলতে পারে? এই জল্পনা তৈরি হয়েছে বাজার বিশেষজ্ঞদের মধ্যে। তবে, McDonald’s এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটা ঠিক যে সংস্থার এই সিদ্ধান্ত বহু কর্মীর ভবিষ্যৎকে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে। কিন্তু এই যুদ্ধের কারণে যে মানবিক সংকট দেখা দিয়েছে সেখান থেকে সংস্থার পক্ষে চুপ করে বসে থাকাটা বেশ কঠিন। তবে একইসঙ্গে সংস্থার পক্ষ থেকে বার্তা, কর্মরত ৬২ হাজার মানুষের ভবিষ্যৎকে খাদের দিকে নিয়ে যেতে রাজি নয় McDonald’s । কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কর্মীরা অন্যান্য সংস্থার হয়ে যাতে কাজ করতে পারেন সেদিকে খেয়াল রাখবে McDonald’s। একইসঙ্গে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত না তাঁরা অন্য কোন সংস্থার হয়ে কাজ করছেন, ততদিন পর্যন্ত বেতন প্রক্রিয়া চালু রাখবে McDonald’s।