Daily

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু কর্মীদের ব্যাস্ততা আর মেশিনের ঝনঝনানি। দীর্ঘ অপেক্ষার অবসান হল এদিন। খুলে গেল কারখানা। ফের উৎপাদন শুরু হল সারের। পানাগড়ের কারখানায় ম্যাটিক্স গোষ্ঠী পুরদমে শুরু করে দিল সার তৈরির কাজ।
২০১৭ সালে এই কারখানাটি চালু হলেও কয়েকদিণ চলার পর জ্বালানী গ্যাসের অভাবে তা বন্ধ হয়ে যায়। যদিও সেই সময় কোল বেড মিথেন ব্যবহার করত কারখানা কর্তৃপক্ষ। তবে সম্প্রতি গেল-এর থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়ার ভরসায় ফের কারখানার ঝাঁপ খুলে নতুন করে যাত্রা শুরুর প্রস্তুতি শুরু হয়ে যায়। গত মঙ্গলবার থেকেই পুনরায় উৎপাদনের চাকা গড়ানোর কথা থাকলেও যান্ত্রিক গোলযোগ থাকার জন্য তা আর হয়ে ওঠেনি।
পরিকল্পনা অনুযায়ী, গত সোমবার ভোরে সার তৈরির মূল উপাদান অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়। এরপর বৃহস্পতিবার ফের কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় খুশি কর্মীরা। এই মুহূর্তে ৫২% উৎপাদন করার টার্গেট নিয়ে এগোচ্ছে কোম্পানি। তবে খুব শিঘ্রই যে এই লক্ষ্যমাত্রা ১০০% ছোঁবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ব্যুরো রিপোর্ট