Daily

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে এই ফার্ম স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারেন সেজন্যই এই ফার্ম স্কুল করা হয়েছে বলে খবর। কৃষি, উদ্যানপালন, মৎস ও প্রাণী প্রতিপালন এই চারটি দপ্তরকে এক ছাতার তলায় নিয়ে এসে চলছে ট্রেনিং পর্ব। সম্প্রতি এমনই এক ফার্ম স্কুল খোলা হল মথুরাপুর ২ নং ব্লকের কঙ্কণদীঘিতে। যেখানে মূলত বাংলার কালো ছাগল প্রতিপালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বনির্ভর করে তোলার জন্য।
শুধু ছাগল পালন করলেই হল না। তার সঙ্গে প্রয়োজন ছাগলের যাবতীয় চিকিৎসা। কিভাবে সঠিক উপায়ে এই ছাগল চাষ করেই খেটে খাওয়া মানুষগুলো স্বনির্ভর হতে পারেন, আয়ের দিশা দেখতে পারেন সেদিকেই লক্ষ্য রেখে ফার্ম স্কুলে চলছে প্রশিক্ষণ।
চিরাচরিত প্রথায় চাষ বা প্রাণী প্রতিপালন নয়। বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে চিরাচরিত প্রথা ভেঙে উপার্জনকে বাড়িয়ে তোলা সম্ভব সেদিকেই লক্ষ্য রেখে ব্লকে ব্লকে চলছে ফার্ম স্কুল। স্বনির্ভর হতে প্রশিক্ষণ নিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। এই ফার্ম স্কুলের দৌলতেই আজ গ্রামবাংলার মানুষরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। সঠিক প্রশিক্ষণ নিয়ে করতে পারবেন ছাগল প্রতিপালন। যা তাঁদের আয়কেই সুনিশ্চিত করবে।
নবাব মল্লিক
দক্ষিণ ২৪ পরগনা