Market
চোদ্দ বছরের মাথায় বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। বাড়ানো হচ্ছে দ্বিগুণ। ফলে দেশলাই কিনতে গেলে গ্রাহকের খরচা হবে বাক্স পিছু দু’টাকা। করোনার প্রভাবে মূল্যবৃদ্ধি হয়েছে সর্বত্র। দেশলাই তৈরিতে চোদ্দ রকমের কাঁচামালের প্রয়োজন পড়ে। তাই কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশলাই প্রস্তুতকারক সংস্থাগুলি। এখন দেখে নেওয়া যাক, দেশলাই তৈরিতে যে সকল কাঁচামালের প্রয়োজন পড়ে সেগুলির মূল্যবৃদ্ধি কতটা হল।
রেড ফসফরাসের দাম আগে ছিল ৪২৫ টাকা। এখন বেড়ে হয়েছে ৮১০ টাকা।
বাইরের বক্স বোর্ডের দাম আগে ছিল ৩৬ টাকা। এখন বেড়ে হয়েছে ৫৫ টাকা।
ইনার বক্সের দাম আগে ছিল ৩২ টাকা। এখন বেড়ে হয়েছে ৫৮ টাকা।
এছাড়া সালফার, পটাশিয়াম ক্লোরাইড, স্প্লিন্ট এবং পেপারের দামও বেড়েছে অনেকটা।
বর্তমানে ৬০০ দেশলাইয়ের বান্ডিল বিক্রি করা হচ্ছে ৩০০ টাকায়।
আগামীতে বিক্রি করা হবে ৪৩০-৪৮০ টাকায়।
রয়েছে জিএসটি-র ট্রান্সপোর্টেশন কস্ট ১২%
দেশলাই মূলত তৈরি হয় তামিলনাড়ুতে। সেখানে প্রায় ৪ লক্ষ মানুষ দেশলাই ব্যবসার সঙ্গে কোন না কোন ভাবে জড়িত। যাদের অধিকাংশ মহিলা।
সূত্রের খবর, দেশলাই ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকদের মানোন্নয়নে ন্যায্য পারিশ্রমিক দেওয়াটা ক্রমশই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ফলে অনেকের মধ্যেই দেশলাই তৈরির কাজে দেখা দিচ্ছে প্রবল অনীহা। তাই দেশলাইয়ের মূল্যবৃদ্ধি না হলে এই কাজ ছাড়তে পারেন অনেকেই। ২০০৭ সালে শেষবারের মত দেশলাইয়ের দাম ৫০ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ১ টাকা। চোদ্দ বছরের মাথায় আবারো দাম বৃদ্ধি হতে চলেছে। নতুন দাম চালু হতে পারে পয়লা ডিসেম্বর থেকেই।
ব্যুরো রিপোর্ট