Prime
Daily
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর
By Business Prime News | May 26, 2021
মিনিট ৪৫ এর মধ্যে দিঘায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। গত ৩০ বছরে এমন প্রবল জলোচ্ছ্বাস দেখেননি দিঘার মানুষরা। ইতিমধ্যেই দিল্লির মৌসম ভবন জারি করল সুনামির সতর্কতা।
ইয়াস আসার আগেই সকাল থেকে ফুঁসছে দিঘার সমুদ্র। গার্ডওয়াল থেকে গোটা দিঘা শহরটাই এখন ভাসছে সমুদ্রের জলে। পূর্ব মেদিনীপুর জেলার নিউ দিঘা, ওল্ড দিঘা সহ মন্দারমনি, তাজপুর একের পর এক জায়গায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।
জল ঢুকছে দিঘা শহর সংলগ্ন গ্রামগুলিতে। আজ সকালে একেবারে গ্রাউন্ড জিরো থেকে বিজনেস প্রাইমের বিশেষ প্রতিবেদন।
গ্রাউন্ড জিরোতে জীবনের ঝুঁকি নিয়ে দেখুন বিজনেস প্রাইম নিউজের এই বিশেষ প্রতিবেদন।
মানস আদক, দিঘা