Story

পেরিয়েছেন ৮২ টা বসন্ত। হার মানেন নি বয়সের ভারে। ২০১৭ -এ নাতি সুদীপের হাত ধরে ভার্চুয়াল জগতে পা রাখা এবং লক্ষ লক্ষ মানুষের মন জয় করা। ৮২ বছর পর নিজের পরিচয়ে বাঁচা আর সাথে উদাহরণ তৈরি করা। বীরভূমের ইলামবাজার বনভিলার বাসিন্দা পুষ্পরানি সরকারের গল্পটা এরকমই।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভিলফুড ব্লগ’-এর কর্ণধার ৮২ বছরের পুষ্পরানি। জনপ্রিয়তা যার দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। প্রায় ১১লক্ষ ফলোয়ারের ইউটিউব চ্যানেলকে হাতিয়ার করে ঘুচিয়েছেন সংসারের দারিদ্রতা। ইউটিউব থেকে পেয়েছেন গোল্ড প্লে সম্মান। বাৎসরিক আয় প্রায় ১০-১২ লক্ষ টাকা।
খড়ের ছাউনি দিয়ে ঘেরা রান্নাঘরে, শীল-নোড়ায় পেষা মশলা, বাগানের সবজি আর নিজের পুকুরের মাছ দিয়ে রান্না করেন সাদা শাড়ির ছাপোষা এই তারকা। বাংলার হারিয়ে যাওয়া বহু রান্না ফের প্রাণ পায় তার রান্না-ম্যাজিকে।
ঝালে ঝোলে ইলিশ থেকে কাতলা কালিয়া, থানকুনি পাতা থেকে কুমড়ো শাক, সুক্তো টু অম্বল কিংবা ডিম-মাংসের কিমা বানাতে চোখ রাখতে পারেন ৮২ নট আউট এই ‘মাস্টার শেফ’ এর চ্যানেলে। প্রায় ৪৬ হাজার চীনা ফলোয়ার সহ বাংলাদেশ, আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকার ফলোয়ার নিয়ে বিজয় পতাকা হাতে এগিয়ে চলেছেন বাংলার পুষ্পরানি।
ব্যুরো রিপোর্ট