Daily
বি পি এন ডেস্ক: করোনায় এবার আক্রান্ত মাস্টার ব্লাসটার। হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর। গত ২৭ মার্চ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই টুইট করে তাঁর আক্রান্ত হবার খবর নেটদুনিয়ায় জানান। আক্রান্ত হবার পর মৃদু উপসর্গ ছিল। খবর আসার পরেই নিজেকে হোম আইসোলেশনে রাখেন। তারপর চিকিৎসকদের পরামর্শমত আজ তিনি ভর্তি হলেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভর্তির খবর পেয়ে ভক্তদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ। অবশেষে নিজেই টুইট করেন শচীন। টুইটার হ্যান্ডেল থেকে তিনি জানানঃ
আপনাদের শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শমত আমি হাসপাতালে ভর্তি হলাম। আশা রাখছি, কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। প্রত্যেকে সাবধানে থাকুন, সতর্ক থাকুন।
এর পাশাপাশি তিনি সকল ভারতীয় এবং তাঁর টিমমেটদের উদ্দ্যেশ্যে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্ণ হওয়ার শুভেচ্ছাও জানান।