Daily

দক্ষিণ মহাসাগরের মাঝে ছোট্ট, সুন্দর, সাজানো দ্বীপ টোঙ্গা। সবকিছুই ঠিকঠাক চলছিল। এরই মধ্যে বাঁধ সাধলো বিকট বিস্ফোরণ। বিস্ফোরণ! ঘন কালো ধোঁয়া! কেঁপে উঠলো সাগর! বিপুল জলোচ্ছ্বাস! নিমেষের মধ্যে লন্ডভন্ড দিগন্ত বিস্তৃত সাগরের মধ্যে থাকা এক টুকরো সৌন্দর্য্য।
গত শুক্রবার টোঙ্গায় সুনামি হতে পারে বলে সতর্ক করেছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। যদিও তারপর সেই খবর ফিরিয়ে নেওয়া হয় আর তার কয়েক ঘন্টার মধ্যেই ঘটে বিপত্তি। সাগর কেঁপে উঠে স্থলভাগের দিকে ছুটে আসে ১ মিটারেরবেশি উঁচু ঢেউ। টোঙ্গা দ্বীপের এক আগ্নেয়গিরির আকস্মিক প্রবল অগ্ন্যুৎপাতের কারণে তছনছ হয়ে গেলো টোঙ্গা দ্বীপ। হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে থাকে বিপুল পরিমাণ লাভা। সুনামির তরঙ্গ উঠল প্রায় দেড় মিটার। জানা গিয়েছে, যে আগ্নেয়গিরিতে এই আগুনের বিস্ফোরণ হয়েছে তার নাম হাঙ্গা টোঙ্গা-হাঙ্গা হাপাই।
বাড়িতে নিশ্চিন্তে খেতে বসেছিলেন সেখানকার মানুষজন। হঠাৎ তুমুল শব্দ। বারংবার কেঁপে ওঠে স্থলভাগ। ঘর বাড়ি ভেঙে আচমকাই জল ঢুকতে শুরু করে। চারদিকে চিত্কার ছেয়ে যায় নিমেষের মধ্যে। বুঝতে আর বাকি ছিল না যে সমুদ্র ক্ষেপে উঠেছে, সুনামি হচ্ছে। এমনই অভিজ্ঞতা শিকার করেছেন একজন প্রত্যক্ষদর্শী। তবে, আক্রান্তদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ব্যুরো রিপোর্ট