Prime
Daily
ফের আবহাওয়ার অবনতি, আশঙ্কা দুর্যোগের
By sanchitabpn21 | September 17, 2021
Daily
ফের আবহাওয়ার অবনতি, আশঙ্কা দুর্যোগের। ইতিমধ্যেই প্রবল বর্ষণে ভেসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। এখনও জলের তলায় বহু এলাকা। এরই মধ্যে ফের দুর্যোগের পূর্বাভাস দিলো আইএমডি।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ধেয়ে আসছে। আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে। যার জেরে প্রবল বর্ষণে ফের ভাসতে চলেছে কলকাতা। ওদিকে মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করলেও এবছর রেকর্ড ব্রেকিং বৃষ্টি হয়েছে দিল্লিতে। গত বৃহস্পতিবার দুপুর অবধি দিল্লিতে বৃষ্টির পরিমান ১১৫৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামী শনিবার থেকেই বজ্র-বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারি বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির দাপট বেশ ভালোই থাকবে বলে আগাম জানিয়েছে আবহাওয়াবিদরা।
ব্যুরো রিপোর্ট