Prime
Daily
রেকর্ড বৃষ্টিতে বিধ্বস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ
By sanchitabpn21 | September 20, 2021
রেকর্ড পরিমাণ বৃষ্টি কলকাতায়। ২০০৮ এর পর ২০২১। গত ১৩ বছরের মধ্যে একদিনে এত বৃষ্টিপাত দেখেনি মহানগর। তুমুল বৃষ্টিতে শহরের উত্তর থেকে দক্ষিণের বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরে রেকর্ড বৃষ্টি হয়েছে ১৪২ মিলিমিটার। ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে ১১০ মিলিমিটার। উত্তরের ঠনঠনিয়া থেকে দক্ষিণের বেহালা সর্বত্রই জল থৈ থৈ অবস্থা।
একে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দুয়ে মৌসুমি অক্ষরেখার ভ্রুকুটি। সবমিলিয়ে সক্রিয় দক্ষিণবঙ্গে বর্ষার আবহাওয়া। তবে দুর্ভোগের শেষ মনে হয় এখনই নেই। কারণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আরো দুটো নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে আবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ।