Daily

মিনি টর্নেডোর তান্ডবে তছনছ সাগরদ্বীপ। একে নিম্নচাপের কামড় তায়ে মিনি টর্নেডোর দাপট। মাত্র দু’মিনিটের টর্নেডোর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেল সাগরদ্বীপের একাধিক এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি সরকারি কটেজ। অল্পের জন্য রক্ষা পেল কপিলমুনি মন্দির চত্বর।
গত সোমবার সকালে থেকে একটানা ভারী বৃষ্টিতে ভিজছিলো সাগরদ্বীপে অঞ্চল। জলমগ্ন এলাকা। এরপর বেলা ১০:৩৫ নাগাদ সমুদ্রে যাওয়ার সময় স্থানীয়রা প্রায় ১০ ফুট ব্যাসার্ধের ওই টর্নেডো দেখতে পান। স্থানীয়রা জানিয়েছেন, মাত্র দু’মিনিটের এই ঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে উপকূল সংলগ্ন পঞ্চায়েত সমিতির কটেজগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে উপকূলের চারটি অস্থায়ী দোকান।
দাপিয়ে বেড়ানো টর্নেডোর জেরে আতঙ্ক ছড়িয়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসন। কটেজে থাকা পর্যটকদের উদ্ধার করে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বিডিও জানিয়েছেন, সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এবার বড়োসড়ো বিপর্যয় থেকে রক্ষা পেল সাগরদ্বীপ অঞ্চল।
ব্যুরো রিপোর্ট