Daily

ফেরির ধাক্কায় ফাটল পদ্মা সেতুতে, বন্ধ ফেরি চলাচল, দুর্ভোগে যাত্রীরা। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়া মো. আবদুল কাদের জানান, মাত্র ৪ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে এই নিয়ে দ্বিতীয়বার ধাক্কা দেয় একটি ফেরি।
ফেরির ধাক্কায় ফাটল সৃষ্টি হয়েছে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে। ফলে পিলারের জল লাগোয়া অংশে পাইল ক্যাপ ফেটে গিয়ে গর্তের সৃষ্টি হয়। সূত্রের খবর,কাকলি নামে ছোট একটি ফেরি সকাল পৌনে ছ’টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছাড়ে। যাওয়ার পথে ফেরিটি সেতুর পিলারে ধাক্কা দেয়। এনিয়ে গত জুলাই ও আগস্ট মাসে মোট ৪ বার ফেরির ধাক্কা লাগে পদ্মা সেতুতে।
পিলারে ফেরির ধাক্কা লাগার পর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল আড়াই ঘণ্টার মতো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। যার জেরে চরম দুর্ভোগের শিকার হন উভয় পাড়ের অপেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীরা। পদ্মায় তীব্র স্রোতের কারণেই বারবার এই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক। তবে দুর্ঘটনায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট