Daily

অতিমারি আবহে রক্তদান নয়। বরং মাস্ক, স্যানিটাইজারের গুরুত্ব অনেকটাই বেশি। সাধারণ মানুষকে সুস্থ রাখার জন্য। এবার সেই লক্ষ্যপূরণে আসরে নামল কালীঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জী এবং রাজ্যের ক্যারাটে সংগঠক ও প্রশিক্ষক সুভাষ মিত্রের পরিচালনায় রবিবার নেতাজির জন্মবার্ষিকীতে প্রায় পাঁচ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল মাস্ক এবং স্যানিটাইজার।
বারাসাতের চারটে প্রান্তে এই কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়। চাঁপাডালি মোড়, যুবক সংঘ, হরিতলা মোড় এবং কলোনি মোড়ে বিলি করা হয় মাস্ক এবং স্যানিটাইজার। সেদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের এক্স সভাধিপতি রেহানা খাতুন। উপস্থিত ছিলেন বারাসাত সংসদীয় জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বসু সহ আরো অনেকে। করোনা আবহে সাধারণ মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়ায় খুশি বারাসাতবাসী।
অঙ্কিত মুখার্জী
উত্তর ২৪ পরগনা