Daily

করোনা ভাইরাসের ঔদ্ধত্য বৃদ্ধির সাথে সাথেই বাজারে এসেছে রকমারি মাস্ক। আর দ্বিতীয় ফেজে যে একটা মাস্কে সংক্রমণ রোখা যাবে না, ডবল মাস্ক জরুরি, সে বিষয়ে সচেতনতা প্রচার করা হয়েছিল অনেক আগেই। পোশাকের সাথে ম্যাচিং মাস্ক বলুন বা অক্সিজেন মাস্কই বলুন বাজারে গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা পেয়েছে যথেষ্ট। কারণ মহামারীর মোকাবিলা করার এটিই হলো এক এবং একমাত্র অস্ত্র।
এবার ভাইরাল হলো আরেক নতুন ধরনের মাস্ক। নিম ও তুলসী পাতার এক অদ্ভুত মাস্ক। আইপিএস অফিসার রূপিন শর্মার টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়,দেশটির উত্তর প্রদেশের সীতাপুরের এক বৃদ্ধ নিম ও তুলসী পাতা দিয়ে বানানো ওই মাস্ক পরেছেন। ভিডিও ক্লিপটিতে নিম ও তুলসীর গুণাগুণ ব্যাখ্যা করেন ওই বৃদ্ধ ভদ্রলোক। তিনি এও দাবি করেন যে, এই মাস্ক নাকি সার্জিকাল, কাপড় এবং এন-৯৫ এর মাস্ক গুলোর চেয়ে বেশি কার্যকর।
নিম ও তুলসীর যে জীবাণুনাশক হিসেবে বেশ দাপট, সে আমাদের কারোরই অজানা নয়। তবে তার এমন ব্যবহার! কেউ কখনো ভেবেছেন আগে?
ব্যুরো রিপোর্ট