Trending

ফ্রান্সের পর এবার স্পেন। অবশেষে মাস্ক থেকে মুক্তি। আগামী ২৬ জুন থেকে স্পেনে আর মাস্ক বাধ্যতামূলক রাখা হচ্ছে না। সেই দেশের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পরেই প্রকাশ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজের। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে হাসিমুখে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ।
উল্লেখ্য, করোনার আক্রমণে ইউরোপের যে কয়েকটি দেশ কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিল তার মধ্যে অন্যতম স্পেন। সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে ৬ বছরের বেশি যেকোন বয়সীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়। মাস্কের প্রয়োজনীয়তা বোঝাতে সরকার সবদিক থেকে সচেষ্ট হয়ে পড়ে। মাস্ক না পরলে মোটা টাকা জরিমানার কথাও ঘোষণা করে সে দেশের সরকার। দেশে করোনার সংক্রমণ যেভাবে বিপজ্জনক পরিস্থিতির দিকে এগোচ্ছিল, তারপরেই করোনাকে রুখে দাঁড়াবার জন্য একের পর এক কঠিন পদক্ষেপ নিতে শুরু করে স্পেন। বিধিনিষেধও যথেষ্ট কঠোর করা হয়। আর আজ দেশের মানুষ সেই সকল বিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য পেয়েছে সুফল।
বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণে এগারোয় রয়েছে স্পেন। সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। তাই মাস্ক আর বাধ্যতামূলক রাখল না সরকার। স্পেনে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লক্ষ ৫৩ হাজার ২২৮ জন। দেশের করোনা মৃত্যু হয়েছে ৮০,৬৩৪ জনের।
ব্যুরো রিপোর্ট