Daily

করোনা পরিস্থিতি মোকাবিলায় মাস্ক পড়া নিশ্চিত করতে পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বুধবার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে বালুরঘাটের নিউ মার্কেট এলাকায় মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া পথচলতি মানুষদের হাতে মাস্ক তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। উল্লেক্ষ্য , যে এদিন মাস্ক বিতরণের সময় এক ব্যক্তি মাস্ক পড়তে অস্বীকার করলে পুলিশ তাকে আটক করে। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত সাফ জানিয়ে দেন ২৯শে এপ্রিল থেকে মাস্ক পরিহিত ছাড়া দোকানে ক্রেতা-বিক্রেতাদের দেখা গেলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে তিনি এও বলেন যে রাস্তা ঘাটে পথ চলতি মানুষরা মাস্ক না পড়লে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে।
শিব শঙ্কর চ্যাটার্জি, বালুরঘাট