Market
ঘাটতি পূরণ হয়েছে সেমিকন্ডাক্টরের। ক্রেতাদের মধ্যেও বেড়েছে গাড়ি কেনার চাহিদা। ফলে, করোনার ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি। বেড়েছে দেশের প্রথম সারির গাড়ি সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা। আর এমনই একটি সময়ে বড় খবর নিয়ে এলো মারুতি সুজুকি। যা কার্যত রেকর্ড তৈরির পথে।
প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে, মারুতি সুজুকির লক্ষ্য এখন ২ মিলিয়ন গাড়ি উৎপাদন। সংখ্যাটা সত্যিই চমকে দেওয়ার মতন। সম্প্রতি একটি রিপোর্ট মারফৎ খবর, ২০২২-২৩ অর্থবর্ষে মারুতি সুজুকি দেশে ২ মিলিয়ন গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করছে, আর এই চমক দিতে মারুতি সুজুকির তুরুপের তাস হতে চলেছে মিডসাইজ এসইউভি গাড়ি গ্র্যান্ড ভিটারা। এমনটাই জানিয়েছেন, মারুতি সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আরসি ভার্গভ।
গেল অর্থবর্ষে মারুতি সুজুকির বিক্রি ১৩.৪% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১.৬৫ মিলিয়ন মতন। কিন্তু করোনার অভিঘাত তখনও ছিল। একইসঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতন ছিল সেমিকন্ডাক্টর থেকে চিপের অভাব। আর যে কারণে ডোমেস্টিক মার্কেটে নিজেদের আধিপত্য ক্রমশই হারাতে বসেছিল সংস্থাটি। এমনকি মারুতির মার্কেট শেয়ার ৫০% থেকে কমে নেমে আসে ৪৩.৪ শতাংশে। কিন্তু দেশের বাজারে ক্রমশই গাড়ি বিক্রির সংখ্যাটা বাড়তে শুরু করেছে। একইসঙ্গে সেমিকন্ডাক্টরের অভাব অনেকটাই ঘুচে গিয়েছে। যে কারণে অটোমোবাইল সেক্টরে নিজেদের আধিপত্য ধরে রাখতে ফের উঠেপড়ে লেগেছে এই সংস্থা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ