Market

বছর শেষ হয়ে গিয়েছে। তবু ঘুরে দাঁড়ায়নি গাড়ি বাজার। বরং অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা মন্দা গতিতেই চলেছে গাড়ি শিল্প। কাঁচামালের মূল্যবৃদ্ধি, সেমিকন্ডাকটর চিপের অভাব, আর্থিক মন্দা, ইনপুট খরচ বৃদ্ধি – সব মিলিয়ে ২০২১ আসলে গাড়ি শিল্পের ইতিহাসে হতাশার একটা বছর বললে কম বলা হবে না।
তবে এত কিছুর মধ্যেও রয়েছে সুখবর। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রেকর্ড গাড়ি বিক্রিতে সাফল্য মারুতি সুজুকির। ভারত থেকে যাত্রীবাহী গাড়ির রপ্তানির হার বিগত বছরগুলির তুলনায় শতকরা ৪৬ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। যার মধ্যে লিডিং পজিশনে আছে মারুতি সুজুকি। ল্যাটিন আমেরিকা, এশিয়া মহাদেশ, আফ্রিকা, মধ্য পূর্বের দেশ সহ এইদেশগুলির প্রতিবেশী দেশগুলোতেও রেকর্ড পরিমাণ গাড়ি রপ্তানি করেছে তারা। রিপোর্ট বলছে, গত নয় মাসে রপ্তানিকৃত যাত্রীগাড়ির মধ্যে ১.৬৮ লক্ষ ইউনিট গাড়ি রপ্তানি করেছে সংস্থাটি।
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স সম্প্রতি তাদের রিপোর্ট মারফত জানিয়েছে, ২০২১ সালে মোট রপ্তানিকৃত গাড়ির মধ্যে যাত্রীবাহী গাড়ির সংখ্যা ২,৭৫,৭২৮ ইউনিট ও ইউটিলিটি গাড়ির সংখ্যা ১,৪৬,৬৮৮ ইউনিট। এদের শতকরা বিক্রি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৪৫% ও ৪৭%। এছাড়া এগুলির মধ্যে ভ্যানগাড়ি রপ্তানির সংখ্যাটিও প্রায় ছিল দ্বিগুণ।
ব্যুরো রিপোর্ট