Market
এবার কি ছোট গাড়ির উৎপাদন বন্ধ করতে চলেছে মারুতি সুজুকি? রাস্তায় ছুটতে দেখা যাবে না অলটো, সেলেরিও বা ওয়াগন-আরের মতন গাড়িকে? অন্তত তেমনই আশঙ্কার কথা শোনাল খোদ মারুতি সুজুকি।
গাড়ি নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রীয় সড়ক, পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী এই বিষয়ে একটি ড্রাফ্ট তৈরি করেছিলেন। সেই অনুযায়ী জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবারে প্রতিটি নতুন গাড়িতে ছ’টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র। তারপরেই কার্যত দুশ্চিন্তায় পড়েছে দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক এই সংস্থা। এমনিতে গাড়িতে দুটি এয়ারব্যাগ লাগানো এখন বাধ্যতামূলক। এরপর যদি আরও চারটে এয়ারব্যাগ লাগানো হয়, সেক্ষেত্রে গাড়ির দাম এক ধাক্কায় বাড়তে পারে ১৭,৬০০ টাকা মতন। যা ক্রেতাদের মধ্যে গাড়ি কেনার উৎসাহ অনেকটাই কমিয়ে দেবে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এমনিতে ভারতে সবথেকে বেশি বিক্রি হয় ছোট গাড়ি। যার দাম ঘোরাফেরা করে ৪ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকার মধ্যে। বছরে প্রায় ৩ মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রি হয় ভারতে। কিন্তু অতিমারির পর এমনিতেই গাড়ি বাজারে পড়েছে মন্দার ছায়া। এরপর যদি আবার ছোট গাড়ির দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে গাড়ি বাজারে বাড়বে লোকসানের অঙ্ক। তেমন হলে, মারুতিকে ছোট গাড়ির উৎপাদন বন্ধ করলেও করতে হতে পারে।