Daily

কড়া সিদ্ধান্ত নিল গাড়ি সংস্থা মারুতি সুজুকি। ২০২৩ সাল থেকে পাকাপাকিভাবে ডিজেল গাড়ি বানানো বন্ধ করে দেবে বলে জানিয়েছে সংস্থা। জ্বালানির সাংঘাতিক মূল্যবৃদ্ধির কারণে, পেট্রোল ডিজেল পেরিয়েছে ১০০ – এর গণ্ডি। তাই গাড়ি চড়ার সাধ থেকে বিরতই থাকছেন আমজনতা। চাহিদা কমায় গাড়ি তৈরি বন্ধ করছে তারা।
ভারতেও পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। যতদিন যাবে তা আরও বাড়বে। তাই সময় থাকতে এই গাড়ি তৈরি করা থেকে সরে আসাই উচিত বলে মনে করছেন সংস্থার কর্তৃপক্ষ। প্রকৃতপক্ষে ডিজেল গাড়ির চাহিদা কমার জন্যই গাড়ি বিক্রি বন্ধ করছে তারা। ২০২৩ সাল থেকে আরও কমতে থাকবে এই চাহিদা। বিগত কয়েক বছর ধরেই ডিজেল গাড়ির বদলে গ্রাহকদের ইন্টারেস্ট বেড়েছে পেট্রোল গাড়ির দিকে। ফলে আগামী দিনে কোম্পানির তরফে ডিজেল গাড়ির ওপর থেকে নজর কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
২০১৩-১৪ সাল নাগাদ বাজারে ডিজেল গাড়ির বিক্রি ছিল ৬০% পর্যন্ত। যত দিন এগিয়েছে কমেছে চাহিদা। ভারতে কমেছে প্যাসেঞ্জার গাড়ির চাহিদা। ইদানিং আবার জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। কেউ কেউ আবার ডিজেল গাড়ি তৈরির দিকেও ঝুঁকেছেন। ফলে ভাটা পড়েছে ডিজেল গাড়ি বাজারে। আর তাই এমন সিদ্ধান্ত নিয়েছে মারুতি সুজুকি।
ব্যুরো রিপোর্ট