Market

দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। দাম বাড়বে আগামী জুলাই মাস থেকেই। সম্প্রতি শেয়ার বাজারের একটি বিজ্ঞপ্তিতে সংস্থার তরফ থেকে এই কথা জানান হয়েছে। মূলত উৎপাদন খরচ বেশ কিছুটা বেড়ে যাওয়ার কারণেই সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, একটি গাড়ি তৈরি করতে যে কাঁচামালের প্রয়োজন হয় সেই খরচই বেশ কিছুটা বেড়ে যাওয়ার কারণে গাড়ির উৎপাদন খরচও বেড়ে গেছে অনেকটাই। এবং ক্রেতাদের সঙ্গে সেই দাম ভাগ করে নেওয়া ছাড়া সংস্থার কাছে আর অন্য কোন পথ খোলা নেই। ফলে দাম বাড়াতে কিছুটা বাধ্য হয়েছে।
দেশের জনপ্রিয় এই গাড়ি নির্মাতা সংস্থাটি বিভিন্ন ধরণের এবং বিভিন্ন দামের গাড়ি তারা তৈরি করে। যে কারণে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন দাম বাড়ান হবে সংস্থার তরফ থেকে জানান হয়েছে। তবে, কতটা দাম বাড়ানো হবে সেই বিষয়ে এখনও মারুতি কিছু জানায়নি।
তবে অতিমারিতে গাড়ি বিক্রিতে যে খরা নেমেছিল, বর্তমানে গাড়ি কারখানাগুলি খুলে যাওয়ায় আবার খরা কাটতে শুরু করে দিয়েছে। উৎপাদনের ক্ষমতা ফের বাড়তে শুরু করে দেওয়ায় আশা করা যাচ্ছে চাহিদা মিটবে এবার। আর এই আশা বুকে নিয়েই গাড়ির দাম বাড়ালেও ক্ষতির আশঙ্কা খুব একটা করছে না মারুতি সুজুকি ইন্ডিয়া।
ব্যুরো রিপোর্ট