Market
বি পি এন ডেস্কঃ আবারও গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি। দেশের সবচেয়ে বড় গাড়ি কোম্পানি জানিয়েছে, আগামী এপ্রিল থেকে মারুতি কোম্পানি তাদের গাড়ির দাম বাড়াতে পারে ২-২.৫%। এর আগেও গত জানুয়ারি মাসে কোম্পানি গাড়ির দাম বাড়িয়েছিল ২.৭%। দু’মাসের মাথায় আবার দামবৃদ্ধি কিছুটা বাধ্য হয়েই।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক দোলাচলের বাজারে গাড়ি তৈরির কাঁচামালের মূল্য অনেকটাই বেড়েছে। অতিমারি বর্ষে গত অগাস্ট মাস থেকে কাঁচামালের দাম বেড়ে যায় বেশ কিছুটা। প্যালেডিয়াম, প্ল্যাটিনাম, রোডিয়ামের মত ধাতু কাঁচামালের খুব গুরুত্বপূর্ণ উপাদান। এই ধাতুগুলির দাম বেড়েছে ১০-১৫%। একইভাবে গত এক বছরে স্টিলের দামও বেড়ে গেছে প্রায় ৫০%। যে কারণে দু’দফায় গাড়ির মূল্য বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কোম্পানির শীর্ষ মহল।
এদিকে গোদের ওপর বিষফোঁড়ার মত তেলের দামও চড়ে আছে। ফলে ব্যক্তিগত গাড়ি কেনার হিড়িক কমে গেলেও, যাত্রীবাহী গাড়ি বা বাণিজ্যিক গাড়ি বিক্রি খুব একটা কমবে না বলেই আশায় বুক বেঁধে আছে দেশের বৃহত্তম গাড়ি কোম্পানি মারুতি সুজুকি।