Market
অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে লাভের অঙ্কে পতন দেখল মারুতি সুজুকি। লাভের অঙ্ক কমল প্রায় ৬৬%। একে কাঁচামালের অভাব। তার উপর সেমিকন্ডাকটর চিপের অভাব। যার দরুন গাড়ি তৈরি থেকে ডেলিভারি পর্যন্ত বেশ ঝক্কি পোহাতে হচ্ছে সংস্থাকে।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, স্টিল থেকে শুরু করে গাড়ি তৈরিতে প্রয়োজনীয় ধাতু সহ বিভিন্ন ইলেকট্রিকাল পার্টসের জোগান চাহিদা অনুযায়ী অনেকটাই কম। এদিকে ক্রেতাদের বুকিংয়ের অঙ্ক ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ২ লক্ষে। কিন্তু প্রোডাকশনে ভাটা নামায় এই বছর মারুতির লাভের অঙ্ক পৌঁছয় ৪৮৭ কোটি টাকায়। কিন্তু সংস্থার পরিসংখ্যান বলছে, গত বছর এই সময় লাভের অঙ্ক পৌঁছে গিয়েছিল ১৪২০ কোটি টাকায়। জানা গিয়েছে, গেল আর্থিক বছরে সংস্থার উপার্জন যেখানে ছিল ১৯,২৯৮ কোটি টাকা সেখানে এই বছর উপার্জন একধাক্কায় নেমেছে ১৭,৬৮৯ কোটি টাকায়।
অতিমারির কারণে এমনিতেই গাড়ি ব্যবসায় নামে লোডশেডিং। এরপর ধীর গতিতে ঘুরতে শুরু করে গাড়ি ব্যবসার চাকা। কিন্তু অনিশ্চয়তা যে গাড়ি ব্যবসা থেকে এখনো একেবারে মুছে যায়নি সেই তথ্যই স্পষ্ট উঠল মারুতির সাম্প্রতিক গাড়ি বিক্রির পরিসংখ্যানে।
ব্যুরো রিপোর্ট