Daily

একটা চার চাকার গাড়ির মালিক হওয়ার স্বপ্ন কোন মধ্যবিত্তেরই বা না থাকে? উৎসবের মরশুমে গ্রাহকদের সেই স্বপ্ন পূরণ করার জন্য, বাম্পার ডিস্কাউন্ট অফার নিয়ে হাজির হয়েছে দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি। ছাড় পাওয়া যাবে বিভিন্ন এন্ট্রি লেভেলের গাড়িসহ একাধিক প্রিমিয়াম গাড়িতে। তালিকায় রয়েছে – সেলেরিও, ওয়্যাগনার ও স্যুইফটের মতোন একাধিক গাড়ি।
সিয়াজ মারুতির প্রিমিয়াম মডেল গুলির মধ্যে অন্যতম একটি মডেল হল মারুতি সুজুকি সিয়াজ। মাঝের দিক করে এই মডেলটির বিক্রিতে বেশ ভালো রকম ধ্বস নেমেছিল। সব মিলিয়ে মোট তিন লাখ মতোন বিক্রি হয়েছিল গত বছর এই মারুতি সিয়াজের। বর্তমানে নির্দিষ্ট কিছু জায়গাতে ৪৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই মডেলের সমস্ত ভেরিয়েন্টে।
আলাদা শহরের অফার আলাদা আলাদা হয়। যে কোন অফারের বিষয়ে সম্পূর্ণ বিশদে জানতে ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে হয়। তবে ভারতবর্ষের কম বেশি প্রতিটি জায়গাতেই মারুতির বিভিন্ন ধরনের গাড়ির মডেলে বিভিন্ন ধরণের অফার লাগু হয়েছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ