Market

ঘুরে দাঁড়াচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল। চিন বাদ দিলে গোটা এশিয়া পেসিফিক রিজিওনে বিশ্বে ২২ দেশের সর্ববৃহৎ হোটেল চেনের ব্যবসা ছড়াচ্ছে ম্যারিয়ট। গত ১৮ মাসে ম্যারিয়ট নতুন ২২টি হোটেলের জন্য সইসাবুদ করেছে যার মধ্যে ১৫টি তৈরি হবে ভারতে।
বর্তমানে ভারতের ৩৬টি শহরে ১২৫টি হোটেল রয়েছে। যেখানে ২৭ হাজার ঘর রয়েছে। বিশ্বে ঘরের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে ম্যারিয়ট। সূত্রের খবর, অতিমারির দ্বিতীয় পর্যায়ে ঘর বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় ধাক্কা খায় ম্যারিয়ট। ২০১৯ সালের তুলনার ঘর প্রতি ম্যারিয়টের আয় একধাক্কায় কমে যায় ৭৪%। কিন্তু সেই মন্দা কাটিয়ে উঠছে ভারত। যার সরাসরি প্রতিফলন হয়েছে ম্যারিয়টের ব্যবসাতেও।
জানা গিয়েছে, আবারও ঘুরে দাঁড়াচ্ছে ম্যারিয়ট। আনলক পর্ব শুরু হবার পরে কয়েক মাসের মধ্যে ব্যবসার দিক থেকে ম্যারিয়ট যথেষ্ট আশার আলো দেখছে। ভারতে ম্যারিয়টের ৫০% ব্যবসা আবার ফিরেছে ছন্দে। এশিয়া প্যাসিফিক রিজিয়নের ম্যারিয়টের চেয়ারম্যান রাজীব মেনন জানিয়েছেন, তিনি যথেষ্ট আশাবাদী যে ভারতে ম্যারিয়ট আবারও নিজের ব্যবসাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে।
ব্যুরো রিপোর্ট