Market

সিগারেট বিক্রি বন্ধ করবে মার্লবোরো? শুধু ভারত নয়। বরং আন্তর্জাতিক স্তরেই সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে এই বিখ্যাত ব্রিটিশ সিগারেট প্রস্তুতকারী সংস্থা। আর এই খবর প্রকাশ্যে আসতেই কার্যত মাথা ঘুরে যায় ধূমপায়ীদের। কারণ মার্লবোরো এমন একটি ব্র্যান্ড, যে সংস্থার সিগারেট ধূমপায়ীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পায়। কিন্তু ঠিক কী কারণে সংস্থার পক্ষ থেকে এমন পদক্ষেপ?
সূত্রের খবর, মার্লবোরো সংস্থাটি ফিলিপ মরিস নামক একটি সংস্থার অধীন। আর এই সংস্থাটি কয়েকদিন আগেই একটি বিশিষ্ট ফার্মাসিউটিকাল সংস্থায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিড করে। জানা গিয়েছে, এই ফার্মা কোম্পানিটি আবার ধূমপান ছাড়ানোর জন্য গাম বা ওষুধ তৈরি করে দুর্দান্ত খ্যাতিলাভ করেছে। স্বাভাবিকভাবেই এই সংস্থায় বিড করানোর জন্য মার্লবোরোকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়।
এরপরেই টনক নড়ে এই বিখ্যাত সিগারেট প্রস্তুতকারক সংস্থাটির। সংস্থার পক্ষ থেকে গ্রেট ব্রিটেনে সিগারেট বন্ধ করার সাফাই দেওয়া হয়। বলা হয়, মার্লবোরো আসলে একটি ধূমপান মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে। যদিও অনেকে এর মধ্যে সংস্থার শুধু লাভের দিকটা খুঁজে পেয়েছে। অনেকেই দাবি করছেন, আসলে ফিলিপ মরিস চাইছে অ-ধূমপায়ী পণ্য থেকে মোটা লাভের অঙ্ক ঘরে তুলে আনা। আর সেই লক্ষ্যে পৌঁছোবার জন্যই মার্লবোরোর পক্ষ থেকে এই অভিনব পদক্ষেপ।
ব্যুরো রিপোর্ট