Trending

বিশ্ব জুড়ে চলছে ইলেক্ট্রিক ভেহিকল বিপ্লব। আর সেই বিপ্লবের ক্ষেত্রে অন্যতম নেতৃত্ব দিচ্ছে ওলা। সমগ্র বিশ্বে অত্যাধুনিক ভেহিকল উৎপাদনের বিষয়ে ওলার জুড়ি মেলা ভার। বিশ্ববাজারে একের পর এক অত্যাধুনিক গাড়ি এনে আলোড়ন ফেলেছে এই কোম্পানিটি।
এবার লেটেস্ট ফান্ডিংয়ের পরই দুর্দান্ত পারফরম্যান্স ওলা ইলেকট্রিকের। শেয়ার বাজারে আত্মপ্রকাশের আগেই লগ্নিকারীদের কাছ থেকে ১৪৯০ কোটি টাকার পুঁজি নিজেদের ভান্ডারে ঢোকালো ওলা ইলেকট্রিক। যার ফলে ওলার বাজারমূল্য ছুঁয়েছে ৫ বিলিয়ন ডলারের ঘর। আলপার অপরচুনিটি ফান্ড, টেকনো প্রাইভেট ভেঞ্চার্স, এডেলউইস সহ অন্যান্যরা ওলা ইলেকট্রিকে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভারতীয় মুদ্রায় যা ১,৪৯০ কোটি টাকার সমান।
ওলার ফিউচার ফ্যাক্টরির উৎপাদনশীলতা বাড়াতে লগ্নিকারীদের এই অর্থ বিশেষ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ওলা ইলেকট্রিক-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল।
ব্যুরো রিপোর্ট