Market
ফের উঠল গেরুয়া ঝড়। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর আবারো প্রমাণিত হল জনতা চাইছে বিজেপিকেই। উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া এবং পাঞ্জাব। দিনভর এই চারটি রাজ্যের দিকে নজর থাকলেও হাই ভোল্টেজ উত্তরপ্রদেশে যোগীর কামব্যাক নিয়ে দিনভর বহাল ছিল টানটান উত্তেজনা। আর তাতেই দিনের শেষে দেখা গেল, বিজেপিকেই বিপুল সমর্থন জানাল সাধারণ মানুষ। তবে পঞ্জাবে সরকার গঠন করল কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঁচ রাজ্যে মোট আসন সংখ্যা ছিল ৬১০টি। তার মধ্যে জোট সহ বিজেপির ঝুলিতে ঢুকল ৩৭৩টি আসন। অন্যদিকে বিরোধীদের মোট আসন সংখ্যা থমকে গেল ৩১৬-য়। বিজেপির এই জয় নিঃসন্দেহে রাজনীতির সমীকরণকে তুলে ধরল এক অন্য উচ্চতায়। একইসঙ্গে বিজেপির এই জয় কিছুটা স্বস্তি আনল শেয়ার বাজারেও। কেন?
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ গোটা পৃথিবী সহ ভারতের বাজারকে ফেলে দেয় ব্যাপক দোটানায়। জমা হয় চরম অনিশ্চয়তা। হুড়মুড়িয়ে নামতে শুরু করে শেয়ার বাজারের সূচক। একইসঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করায় শেয়ার বাজার নিয়ে ইতিবাচক অবস্থান নেওয়ার মত কোন সুযোগ তৈরি হচ্ছিল না। কিন্তু সামনেই ছিল এই পাঁচ রাজ্যে নির্বাচন। তখন অনেকেই মনে করেছিলেন, রাজ্যগুলিতে ডবল ইঞ্জিনের সরকার গঠন হলে শেয়ার বাজার আবারো থিতু হতে পারে। আর সেই ছবিটারই প্রতিফলন ঘটল ম্যাজিকের মতন। বিজেপি জয়ের হাওয়া উঠতেই শেয়ার বাজারে দেখা গেল অবিশ্বাস্য পরিবর্তন। বৃহস্পতিবার শেয়ার বাজার ৮১৭.০৬ পয়েন্ট উঠে বন্ধ হল ৫৫,৪৬৪.৩৯ পয়েন্টে। বিএসইর সঙ্গে বাড়ল নিফটির সূচক। তিন দিনে সেনসেক্স ২৬২১.৬৪ পয়েন্ট বেড়ে যাওয়ায় লগ্নিকারিদের মুখে চওড়া হল হাসি। তাঁরা ঘরে আনতে পারলেন ১০.৮৩ লক্ষ কোটি টাকা।
আজ, শুক্রবার বাজার খোলার পর থেকেও সূচক ধরে রাখতে পারল তার উত্থান। এমনকি একদিকে যখন ডলারের নিরিখে হু হু করে নামছে রুবেল। তখন আবারো টানা তিন দিন বাড়ল টাকার দাম। শেয়ার বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, লগ্নিকারিরা সবসময় মজবুত সরকার আশা করে। যা তাঁদের জন্য অনেকটাই নিশ্চিন্তের। বিপুল সমর্থন নিয়ে বিজেপি যে আবারো আসছে এই হাওয়া শেয়ার বাজারের গায়ে এসেও লাগে। আর পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের দিকেই নজর ছিল অধিকাংশ মানুষের। সেখানে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি জয় লাভ করায় লগ্নিকারিরা মনে করছেন ভবিষ্যতের জন্য বিজেপি কেন্দ্রে কামব্যাক করার রাস্তাটা অনেকটাই তৈরি করে নিল। আর সেই আশাতেই টালমাটাল বিশ্ববাজারে আবারো আশার আলো জ্বালাল ভারতের শেয়ার বাজার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ