Market

শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। কারণ আমজনতা ঝুঁকেছে বিনিয়োগে। অতিমারির মধ্যেও যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বাজার যে চাঙ্গা রয়েছে এবার তারই উত্তর দিল দেশের ব্রোকারেজ সংস্থাগুলি। জানা গিয়েছে গত বছর এপ্রিল থেকে এই এক বছরের মধ্যে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট হয়েছে মাসে গড়ে ১৩ লক্ষ।
উল্লেখ্য বিষয় হল, করোনা ভাইরাস থাবা বসানোর প্রথম বছরেই শীতঘুমে চলে যায় শেয়ার বাজার। তারপর জুন মাস থেকে আবারও ফিরতে শুরু করে শেয়ার মার্কেট। এরপর ডিসেম্বরের শেষে বিএসই সূচক পৌঁছে যায় ১৫%-এ। তারপর মার্চ মাসে তা লাফিয়ে পৌঁছায় ৬৮ শতাংশে।
জানা গিয়েছে, ৭ জুন পর্যন্ত বোম্বে স্টক এক্সচেঞ্জে মোট অ্যাকাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটিতে যার অধিকাংশই মহারাষ্ট্র এবং গুজরাতের। তবে এটাও ঠিক যে এর অধিকাংশ অ্যাকাউন্টই সক্রিয় নেই।
ব্যুরো রিপোর্ট