Market

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ শেয়ারবাজারে। টানা তিনদিন পর শেয়ার বাজারে সূচক বাড়ল ভালোরকম। আজ বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্সের সূচক ৫০৩.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫৪,২৫২.৫৩ পয়েন্টে। আর নিফটির সূচক ১৪৪.৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬,১৭০.১৫ পয়েন্টে।
প্রসঙ্গত সপ্তাহের শুরুতেই ধস নেমেছিল ভারতের শেয়ার বাজারে। পতনের সেই ট্র্যাডিশন বজায় ছিল পরের দু’দিনই। মঙ্গল এবং বুধবারেও শেয়ার বাজারে সূচক ছিল নিচের দিকে। এই দুই দিনেই সেনসেক্সের সূচক নেমে যায় ৫৪০ পয়েন্টে। যে কারণে বাজার বন্ধ হয় ৫৩ হাজারের ঘরে। কিছুটা হলেও ক্ষতির মুখ দেখতে হয়েছিল বিনিয়োগকারীদের। অবশেষে সেই মেঘ কাটল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে বৃহস্পতিবার চাঙ্গা হওয়ার ছবিটা বাজার খোলার সময়ে ছিল বেশ ফিকে। এরপর সকালবেলায় বাজার খোলার পর পতন নামে সেনসেক্সে। বৃহস্পতিবার সকালে ২৫০ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্সের সূচক। চিন্তার ভাঁজ পড়ছিল বিনিয়োগকারীদের কপালে। তারপর দেখা যায়, দুপুরের পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে শেয়ার বাজার। মূলত বিদ্যুৎ, ব্যাঙ্কিং সেক্টর, ধাতু এবং আইটি সেক্টরে ভালোরকম আশার আলো দেখতে পান বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সবথেকে বেশি লাভের মুখ দেখেছে টাটা স্টিল। উল্টোদিকে দর কমেছে আইটিসির।