Daily

আবারও আতঙ্ক চাগাড় দিয়ে উঠল জঙ্গলমহলে। পড়ে থাকতে দেখা গেল মাওবাদী পোস্টার। হাওয়ার বেগে খবর ছড়িয়ে পড়ল গ্রামে। সেই দুঃসহ স্মৃতি ফিরে আসতেই আতঙ্কিত গ্রামবাসী। পোস্টার পড়ে থাকার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গোয়ালতোড়ের কেসিয়া গ্রামে।
বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রাম কেসিয়া। যা জঙ্গলমহল অধ্যুষিত। সেই গ্রামেরই এক শেষ প্রান্তে একটি বাড়ির কাছে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টার পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সেখানে লেখা আছে মাওবাদী শব্দটি।
এরপরেই রীতিমত আতঙ্ক হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসন। তবে গ্রামবাসীদের আতঙ্কিত না হবার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় আতঙ্ক ছড়াতেই কেউ বা কারা রাতের অন্ধকারে ঘটনাটি ঘটিয়েছে। খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
ব্যুরো রিপোর্ট