Daily
রাজ্যে যখন চলছে জোর কদমে শিল্পায়নের পালে হাওয়া টানার চেষ্টা। ঠিক তখনি জঙ্গলমহলে ফের মাথা চাড়া দিয়ে উঠছে মাওবাদী আতঙ্ক। মাওবাদী নেতা কিষাণদা ওরফে প্রশান্ত বোসের গ্রেফতারিকে কেন্দ্র করে চব্বিশ ঘণ্টার ভারতবন্ধের প্রতিক্রিয়া পড়ল রাজ্যের জঙ্গলমহল এলাকায়। সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে দহিজুড়ি পর্যন্ত দোকানপাট সহ সমস্ত কিছুই ছিল বন্ধ। এমনকি দহিজুড়ি থেকে বেলপাহাড়ি, লালগড় সমস্ত ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলোও ছিল বন্ধ। দেখুন সেই ছবি বিজনেস প্রাইম নিউজে। তবে দু’একটা সরকারি বাস চললেও অধিকাংশ বেসরকারি যানবাহন বন্ধ ছিল বলেই অভিযোগ করছেন পথচলতি মানুষ।
তবে রাস্তায় বেশি যানবাহন না থাকায় অন্যান্য দিনের তুলনায় ঝাড়গ্রাম শহরেও লোকের আনাগোনা আজ বেশ কম ছিল। তা স্বীকার করে নিলেন এই টোটো চালক।
চব্বিশ ঘণ্টার মাওবাদী বন্ধকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বড়সড় অঘটনের কোন খবর না থাকলেও মাওবাদীরা আবারো রাজ্যে মাথা চাড়া দিচ্ছেক কিনা, সেটাই এখন প্রশাসনের কাছে সবথেকে চিন্তার বিষয়।
অরূপ ঘোষ
ঝাড়গ্রাম