Daily

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত সংস্থাগুলির মধ্যে অন্যতম হল গুগল। প্রার্থীরা এই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য কার্যত মুখিয়ে থাকেন। কিন্তু সিইও সুন্দর পিচাইয়ের থেকে পাওয়া ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, সেই স্বপ্নের সংস্থাতেই অনেকের চাকরির অবস্থা এখন টলমল। তিনি একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংস্থা যদি ২০ শতাংশ নিজের কার্যক্ষমতা আরও বাড়াতে না পারে, তাহলে তার প্রভাব পরবে কর্মীদের চাকরির ওপর। চাকরি দিয়ে বিতাড়িত করা হবে বহু কর্মীকে।
পিচাই কয়েক সপ্তাহ আগেও গুগলের প্রায় সকল কর্মীদের এক সতর্ক বার্তা দিয়েছিলেন যে, কঠোর পরিশ্রম করুন নয়ত প্রস্থানের জন্য প্রস্তুত হন। সুন্দর পিচাই জানিয়েছেন যে, ২০ শতাংশ আরও দক্ষ করে তুলতে চান তিনি গুগলকে । কারণ ঘন ঘন নিয়োগ ও আর্থিক প্রতিবন্ধকতার মতো বেশ কিছু বিষয়ের সঙ্গে লড়াই করছেন তিনি গত কয়েক বছর ধরেই । অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিজ্ঞাপনের আয়ে ব্যাপক মন্দার বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি লস অ্য়াঞ্জেলসে কোড কনফারেন্সে।
কর্মীদের উদ্দেশ্যে গত জুলাই মাসেও গুগলের সিইও একটি মেমো লিখেছিলেন । সেখানেই উল্লেখ করা হয়েছিল, সংস্থা চলতি বছরের বাকি সময়টুকু নিয়োগের ওপর নিয়ন্ত্রণ রাখবে। এর পিছনে বর্তমান আন্তর্জাতিক অবস্থা তুলে ধরেন তিনি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ