Market
দেশের বিভিন্ন উৎপাদনকারী সংস্থাগুলি আবারও ফিরতে চলেছে নিজস্ব ওয়ার্ক কালচারে। মারুতি সুজুকি, বেদান্ত, স্নাইডার ইলেকট্রিক, টিভিএস মোটর্স, সিয়েট টায়ার্সের মত একাধিক সংস্থা আবারও চাইছে কর্মীদের অফিসমুখো করাতে। যদিও ৩০% কর্মী দিয়েই বর্তমানে অফিস চালুর ভাবনা রয়েছে তাদের। করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হবার কারণে সংস্থাগুলি আবার ওয়ার্ক ফ্রম অফিস কালচারের দিকেই ঝুঁকছে।
মারুতি তার দিল্লি অফিস খুলে দিলেও স্নাইডার, বেদান্ত, সিয়েট টায়ার্সের মত সংস্থা জুলাই মাসে অফিস খোলার লক্ষ্য নিয়েছে। অধিকাংশ কোম্পানি তাদের কর্মীদের ফিরিয়ে আনছে যাদের কাজ অফিস ছাড়া খুব একটা মসৃণ নয়। আবার বেশ কিছু কর্মচারীদের বক্তব্য, দীর্ঘদিন অফিসে কাজ না করার দরুণ ক্রমশই ক্লান্তি আসছে ওয়ার্ক ফ্রম হোম কালচারে। তাই তাঁরাও এখন চাইছেন আবার অফিসে ফিরে আসতে। এছাড়াও সিয়েট টায়ার্স যেমন আগামী মাস থেকে ২৫% কর্মী নিয়ে কাজ শুরু করতে চাইছে, তেমনই স্নাইডার ইলেকট্রিকের মত সংস্থা চাইছে ক্রমশই কর্মীদের অফিসমুখো করাতে। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই বা চেন্নাইয়ের মত একাধিক মেট্রো শহরে দেশের এই প্রথম সারির যে যে সংস্থাগুলি অফিসের দরজায় তালা ঝুলিয়েছিল আজ সেই সেই সংস্থা আবার অফিস খুলতে শুরু করে দিয়েছে।
দেশে করোনার গ্রাফ এখন নিম্নমুখী। বেহাল অর্থনীতিকে হালে ফেরানোর জন্য শিল্পক্ষেত্রগুলি আবারও নতুন উদ্যমে ফিরে আসতে শুরু করে দিয়েছে। কর্মীদের অফিসমুখো করিয়ে আবার ওয়ার্ক কালচারে গতি ফিরিয়ে আনতে চাইছে দেশের এই জনপ্রিয় ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলি।
ব্যুরো রিপোর্ট