Trending

পরিচালনায় হাতে খড়ি। আর প্রথম দানেই বাজিমাত পরিচালক অনির্বান ভট্টাচাৰ্য র। বহু প্রতিক্ষিত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘মন্দার’ মুক্তির পরই রীতিমতো দর্শক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।
টলিপাড়ার ব্যোমকেশ বক্সী অনির্বাণ ভট্টাচার্য উইলিয়াম শেক্সপিয়ারের সর্বকালের সেরা ট্র্যাজেডিগুলির মধ্যে অন্যতম ‘ম্যাকবেথ’-কেই নিজের মত করে ভেঙেচুরে আবার গড়ে নিয়েছেন।
পরিচালনায় হাতেখড়িতেই বেশ শক্ত একটা বিষয়কে বেছে নিয়েছেন অনির্বাণ। গল্পের প্রেক্ষাপট গেইলপুর। এ গেইলপুরের বিশাল উপকূল যেখানে রয়েছে ক্ষমতা- লোভ- লালসা- হিংসার ছবি। ডার্ক থ্রিলারে খুন, রক্ত, প্রতিহিংসা, জখম, যৌনতায় পরিপূর্ণ এই ছবি দর্শকদের চাহিদা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারকে। সোহিনীর চেহারা, লুক, চোখ মুখের লালসা, ও যৌন চাহিদায় দর্শক মনকে কিন্তু বেশ নাড়িয়ে দিয়েছে।
অপরদিকে একঝলকে নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। মুকাদ্দার মুখার্জির চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ।
মন্দার এর সাফল্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তে একটা অন্য মাত্রা এনে দিলো। তাই বলাই যায় অভিনেতার পর পরিচালক হিসেবেও বাঙালী দর্শক দের মনে এক অন্য জায়গা তৈরি করেনিলেন অনির্বান।
ব্যুরো রিপোর্ট।