Daily

বুধবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ ভ্যাকসিন প্রসঙ্গে বলেন,
“মোদিজি তো ভ্যাকসিন তৈরি করেন নি, তৈরি করেছেন আমাদের দেশের বিজ্ঞানীরা। এখনো পর্যন্ত বেস্ট ওইটা। সাত টা ভ্যাকসিন আমাদের দেশের বিজ্ঞানীরা তৈরী করেছেন, তারমধ্যে দুটো প্রয়োগ হচ্ছে, বাকি পাঁচটা পরীক্ষাস্তরে আছে। মমতা ব্যানার্জি কিছুই করেননি। শুধু টুইট করা ছাড়া কয়েকদিন পর কোনো কাজ থাকবে না”।
প্রসঙ্গক্রমে তিনি বলেন গতবছর করোনা নিয়ে কেন্দ্র মিটিং ডেকে ছিল, উনি যাননি। বিভিন্ন রকমের গাইডলাইন ছিল সেটাও মানেননি। উপরন্তু , কেন্দ্র কে অপমান করেছেন ও মিস বিহেভ করেছেন।
তিনি আরও বলেন “মমতা ব্যানার্জী নিজেকে হেয় করে ফেলেছেন, বিশ্বাসের অযোগ্য করে ফেলেছেন। সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে নিয়ে চিন্তা করতে রাজি নয়। নতুন সরকারের অপেক্ষায় সবাই আছে”। হারছেন বুঝতে পেরে এখন গন্ডগোল পাকিয়ে ইলেকশন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃনমূল ।
মনস চৌধুরীর, সল্টলেক