Daily
তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় বসার পর এই প্রথম উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মধ্যমগ্রামে রয়েছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী রথীন ঘোষের বিধানসভার মধ্যে হচ্ছে এবারের প্রশাসনিক বৈঠক। বৈঠক বসছে মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী ভবনে। আগামীকাল বেলা দুটো থেকে উত্তর ২৪ পরগনা জেলার সরকারি কর্তাব্যক্তি এবং এমএলএ, এমপি ও মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী করবেন এই প্রশাসনিক বৈঠক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। সূত্রের খবর অনুযায়ী, কালকের সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস করতে পারেন। গোটা প্রস্তুতি পর্ব তদারকি করছেন বিভিন্ন আধিকারিকদের নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা। প্রস্তুতি সম্পর্কে বিজনেস প্রাইম নিউজকে দিলেন একান্ত সাক্ষাৎকার।
দীর্ঘদিন ধরেই এই মধ্যমগ্রাম পৌরসভার উন্নয়নের কাজ করেছেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু দলের পক্ষ থেকে এক ব্যক্তি একপদ নীতি চালু হওয়ায় রথীন ঘোষ এখন আর পৌরসভার কেউ না হলেও তারই হাতে তৈরি সেই মধ্যমগ্রাম পৌরসভায় সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার তরফে তদারকি করছেন বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান নিমাই ঘোষ।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা দলের কর্তাব্যক্তিরা বাইরে থেকেই মুখ্যমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাবেন, সে কথা জানালেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখার্জি।
আজ থেকে রাজ্যের সর্বত্র দুয়ারে রেশন প্রকল্প যখন চালু হলো ঠিক তারপরের দিন মুখ্যমন্ত্রী মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করছেন। প্রতিটি প্রশাসনিক সভার মত কালকের প্রশাসনিক সভায় উত্তর ২৪ পরগনা জেলার জন্য মুখ্যমন্ত্রী যে বিশেষ কিছু ঘোষণা করবেন সেটাই স্বাভাবিক। তবে মধ্যমগ্রামে যেহেতু এ বারের সভা বসছে তাই মধ্যমগ্রামবাসীর জন্য আলাদা কিছু চাইবেন কি না সেই প্রশ্নের উত্তরে বর্তমান পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান নিমাই ঘোষ অবশ্য সুস্পষ্টভাবে কিছু বলেননি।
তৃতীয়বার রাজ্যে ক্ষমতা দখল করার পর উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে প্রচন্ড উন্মাদনা রয়েছে তা অবশ্য প্রকাশ করলেন তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখার্জি।
এখন কালকের সভায় মুখ্যমন্ত্রী ঠিক কী ঘোষণা করবেন আর কী কী প্রকল্পের কথা উল্লেখ করবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী।
অঙ্কিত মুখার্জী
উত্তর ২৪ পরগনা