Trending
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের কেউ কেউ রাজনীতি করছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে মমতা সভা করেন শনিবার। সেখানেই তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের কিছু সাধু সন্তদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। যাদের মধ্যে একজনের নাম তিনি সরাসরি করেছেন আর তিনি হলেন ভারত সেবাশ্রম সংঘের কার্ত্তিক মহারাজ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী বললেন শুনে নিন একবার।
এখানেই না থেমে তিনি ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়েও সরব হন। তারপরই কার্যত সমালোচনার বন্যা বইতে শুরু করে। বিজেপি মমতার বিরুদ্ধে ঝাঁঝিয়ে ওঠার একটি মোক্ষম হাতিয়ার পেয়ে যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন।
তবে রাজনীতির পারদ আরও উঠেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নেমে পড়লেন এই তরজায়। মমতাকে সরাসরি আক্রমণ করে হিন্দু-মুসলিম মেরুকরণের রাস্তা আরও স্পষ্টভাবে দেখিয়ে দিলেন তিনি।
এবার সেই কার্ত্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন। মানহানির অভিযোগেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি। এখানেই জানিয়ে রাখি, শুধু সনাতন প্রতিষ্ঠানগুলিই নয়। বরং রাজ্যের একাধিক মানুষ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে একেবারেই ভালোভাবে নেন নি। সমালোচনার ঝড় যখন তুঙ্গে উঠল সেই সময় বিষ্ণুপুরে মমতা কার্যত অন্য সুরে তাঁর নিজের কথার ব্যাখ্যা দিলেন। তিনি সাফ বললেন, আমি কী বলেছি? আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। আমি কেবল দু-একজনের কথা বলেছি।
শুনে নিন কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ