Trending
এরপরেও কি মোদীর স্ট্রেট ড্রাইভ আমরা দেখতে পাব বাংলায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঘোষণা করেই দিয়েছেন এবার ১১ লক্ষ বাড়ি। ইয়েস, ১১ লক্ষ বাড়ি এবার মমতার সরকার করে দেবে। দু কিস্তিতে দেওয়া হবে টাকা। কিস্তি বাবদ ৬০ হাজার টাকা করে দেবে তৃণমূল সরকার। প্রথম কিস্তিতে ৬০ হাজার, পরের কিস্তিতে ৬০ হাজার- মোট ১ লাখ ২০ হাজার টাকা। শাসক শিবিরের বক্তব্য যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমানে অসহযোগিতা করে চলেছে তারপর বঙ্গ বিজেপি কিভাবে এই রাজ্যের হত্তা-কত্তা-বিধাতা হয়ে উঠবে? আর তাই তো মমতা বলছেন, এইবার আর ৪০০ পার নয় সটান পগার পার।
সাধারণ মানুষের কাছে শাসক শিবির যখন একের পর কে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার ছবিটাকেই মুখ্য করে তুলে ধরতে চাইছে, তখন বিজেপির হাতিয়ার দুর্নীতি। আর দুর্নীতির গোটা ছবি প্রকাশ্যে নিয়ে আসার জন্য তাই বিজেপি একের পর এক ঘটনা সামনে নিয়ে আসছে। স্বাভাবিকভাবেই তৃণমূলকে কোণঠাসা করার এই যে প্ল্যান সেটা অনেকেই মনে করছেন যে ভালোরকম চাপে ফেলতে চলেছে শাসক শিবিরকে। আর যে কারণে অস্বস্তির গেরো কাটানোর জন্য আর বঙ্গবাসীর কাছে নিজেদের দরদি ইমেজকে আরও বেশি হাইলাইট করার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাড়ি তৈরির তাসটি রাখলেন। গরিব যে সকল মানুষগুলোর মাথায় কোন পাকা বাড়ির ছাদ নেই, তাঁদের কাছে এই বার্তা গেলে সেটা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গেম চেঞ্জার হিসেবে তুলে ধরতে পারবে। দেখুন, ১১ লক্ষ বাড়ি তৈরি নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ