Daily

সময়ে কাজ শেষ করতে না পারলে এবার ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সরকার। নবান্ন থেকে অসন্তোষ প্রকাশ করে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, প্রকল্পের কাজ সময়ের মধ্যে করতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। প্রয়োজনে কালো তালিকায় ফেলে দেওয়া হবে তাদের
ক্ষোভ প্রকাশের সূত্রপাত ঘূর্ণিঝড় ইয়াসের পর্যালোচনার বৈঠকে, যখন দিঘায় একটি ব্রিজ নির্মাণে অতিরিক্ত সময় লাগার কারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দপ্তর জনস্বাস্থ্য কারিগরি পুরো ও নগর উন্নয়ন এবং স্বাস্থ্য দপ্তর সহ একাধিক দপ্তরের বহু কাজ প্রস্তাবিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাই জানিয়েছেন প্রকল্পের কাজ সময়ের মধ্যে শেষ তো করতেই হবে তার সঙ্গে প্রকল্প শুরু করার সময়ে , কবে থেকে কাজ শুরু হবে এবং কবে কাজ শেষ করা হবে তারও উল্লেখ করে দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বহু প্রকল্পের কাজ যেমন শুরু হয়েও প্রস্তাবিত সময়ের মধ্যে শেষ হয়নি তেমনই প্রস্তাবিত সময়ে শুরুই হয়নি এমন প্রকল্পও রয়েছে। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার জল প্রকল্প। ২০১৭ সালে এই প্রকল্প শুরুর কথা হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হবার অনেক কারণই প্রতিফলিত হয়েছে ঠিকাদারদের কাজে। তাই যাতে কাজ শুরুর পর দীর্ঘ সময় ধরে পড়ে না থাকে সেই কারণেই সময়ের কাজ সময়ে করার কড়া টনিক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট