Market

দিল্লি সফরের শেষ দিনে বাংলার হয়ে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী। রাস্তা সম্প্রসারণ থেকে নতুন ফ্লাইওভারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিতিন গডকড়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো। আর সেই সম্পর্কের ওপর জোর দিয়েই রাজ্যের জন্য নানা প্রকল্প তুলে ধরার জন্য এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করলেন তিনি। শিলিগুড়ি সেবক, শিলিগুড়ি রংপো, গঙ্গাসাগরের ওপর ব্রিজ, দিঘা বারাসাত, বারাসাত বনগাঁর মত কয়েকটি রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। মমতা জানিয়েছেন, রাজ্যের সড়ক পরিবহনের উন্নতি নিয়ে যেমন কথা হয়েছে তেমনই কলকাতায় কিছু উড়ালপুল নিয়েও কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।
এছাড়াও রাজ্যে ইলেকট্রিক বাসের কারখানা তৈরির যেমন আর্জি জানিয়েছেন। তেমনই একইসঙ্গে অটো নির্মাণের কারখানা তৈরির আর্জিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে যখন বিজেপি বিরোধী জোট তৈরি করার জন্য সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন মমতা, তখন অন্যদিকে এই বৈঠক নিঃসন্দেহে রাজ্যের দাবিকে জোরালো করে তুলতে অনেকটা জ্বালানি দেবে বলেই মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন দপ্তরের আধিকারিকরা।
ব্যুরো রিপোর্ট