Trending
কলকাতায় ভোট এগিয়ে আসছে। ১ জুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ নির্বাচন হবে দমদম, বারাসাত, বসিরহাট, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার এবং যাদবপুরে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার নির্বাচনের প্রচারসূচি দারুণ ভাবে সাজিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিলোত্তমায় প্রচারে তিল মাত্র আলগা রাখতে চাইছেন না। পদযাত্রা, জনসভা সবই হবে। ফলে হিসেবমত তৃণমূল সুপ্রিমো কবে কোথায় শেষ লগ্নে প্রচার সারবেন কলকাতায়? সেটা জেনে নেওয়া যাক।
যা খবর পাওয়া যাচ্ছে, তাতে উত্তর এবং দক্ষিণ কলকাতার সর্বত্র কার্যত ঝোড়ো প্রচার চালাবেন মমতা। জানা যাচ্ছে, ২৭ মে তিনি পদযাত্রা করবেন বেলেঘাটা থেকে শ্যামবাজার। এরপর ৩০ মে পদযাত্রা করবেন যাদবপুর থেকে হাজরা। এছাড়া বেহালায় রয়েছে মমতার এক জনসভা। সেটা করবেন তিনি ২৮ মে। মেটিয়াবুরুজেও জনসভা করার খবর রয়েছে। হয়ত ২৯ মে মেটিয়াবুরুজে তিনি একটি জনসভা করতে পারেন। শোনা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই জনসভা করা হবে।
বাংলায় দফায় দফায় ভোট। তাই দফায় দফায় প্রচার। নির্বাচনের প্রাক্কালে যেমন বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা বারবার বাংলা ভিজিট করছেন তেমনই রাজ্যের শাসকদল প্রচার সারতে ন্যূনতম কোন কার্পণ্য করছেন না। আর প্রচারে একেবারে ফ্রন্টফুটে থেকেই খেলছেন মমতা-অভিষেক। যেহেতু উত্তরবঙ্গ থেকেই বাংলায় নির্বাচন শুরু হয় তাই মমতা প্রচার শুরু করেন ঐ উত্তরবঙ্গ থেকেই। তারপর এখন দক্ষিণে। মোদ্দা কথা, তৃণমূলের সিট যেন কোনভাবেই ক্ষতিগ্রস্থ বা হাতছাড়া না হয় তার জন্য মুখ্যমন্ত্রী কার্যত চষে ফেলছেন গোটা রাজ্যটাই। সময় যত যাচ্ছে তত এগিয়ে আসছে কলকাতার ভোট। আর মহানগরে ভোট হবে এদিকে দলের মহামাথারা উপস্থিত থাকবেন না সেটা কি করে হয়? তাই ১ জুনের আগে এবার কলকাতায় ঝোড়ো প্রচার সারবেন মুখ্যমন্ত্রী। কবে কখন সেটা তো আগেই জানিয়ে দিলাম।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ